ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন দেশকে আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বঙ্গভবনে নবনিযুক্ত দুই দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল নবনিযুক্ত রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে। প্রথমে বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত হ্যারিস হারলি পরিচয়পত্র পেশ করেন। এরপর আজারবাইজানের নবনিযুক্ত রাষ্ট্রদূত এলছিন হুসেইনলি পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, “বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী। সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য-বিনিয়োগ প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দিতে হবে।”

রাষ্ট্রপতি আরও বলেন, “বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগের পাশাপাশি তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়াজাত পণ্যসহ আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি বৃদ্ধির জন্য নবনিযুক্ত রাষ্ট্রদূতদের কাজ করতে হবে।”

বসনিয়ার রাষ্ট্রদূত তার দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।” আজারবাইজানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন এবং পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন দেশকে আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৫:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বঙ্গভবনে নবনিযুক্ত দুই দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল নবনিযুক্ত রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে। প্রথমে বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত হ্যারিস হারলি পরিচয়পত্র পেশ করেন। এরপর আজারবাইজানের নবনিযুক্ত রাষ্ট্রদূত এলছিন হুসেইনলি পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, “বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী। সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য-বিনিয়োগ প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দিতে হবে।”

রাষ্ট্রপতি আরও বলেন, “বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগের পাশাপাশি তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়াজাত পণ্যসহ আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি বৃদ্ধির জন্য নবনিযুক্ত রাষ্ট্রদূতদের কাজ করতে হবে।”

বসনিয়ার রাষ্ট্রদূত তার দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।” আজারবাইজানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন এবং পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।