ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর কমলগঞ্জে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক দাকোপে ইঁদুর দমন অভিযানে আলোচনা সভা বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে গেল, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাংলাদেশের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের আগমন, হাথুরুসিংহের বিদায় নতুন আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল ৮ টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির শেখ হাসিনার নাম সম্বলিত প্রতিষ্ঠানগুলো শহীদদের নামে করার দাবি করলেন জয়নুল আবদীন ফারুক
সংবাদ শিরোনামঃ
মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে

ডিএমটিসিএল’র সাবেক এমডির বিরুদ্ধে ৭ কোটি টাকা অপচয়ের অভিযোগ

ডিএমটিসিএল'র সাবেক এমডি এম এ এন ছিদ্দিক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের বিরুদ্ধে অফিস ভাড়া ও অর্থ অপচয়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ছিদ্দিক দায়িত্বে থাকাকালীন নিজের সুবিধার জন্য বাসার কাছেই অফিস ভাড়া নিয়েছিলেন, যা সাধারণ মানুষের টাকায় অপচয় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারি অফিসার্স কোয়ার্টার গুলফিশানে বাসা থেকে মাত্র ৭০০ মিটার দূরে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে অফিস পরিচালনা করার কারণে ডিএমটিসিএল’র কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ভাড়া হিসেবে গচ্চা দিতে হয়েছে। যদিও উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল’র নিজস্ব অফিস ভবন নির্মাণ করা হয়েছে, তবুও ছিদ্দিক সেখানে অফিস স্থানান্তরিত করেননি।

ডিএমটিসিএল’র কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ছিদ্দিকের কারণে এতদিন অফিস স্থানান্তরিত করা হয়নি এবং অকারণে ভাড়া বাবদ অর্থ খরচ করতে হয়েছে। ২০১৫ সাল থেকে ডিএমটিসিএল বিভিন্ন সময়ে প্রবাসী কল্যাণ ভবনে অফিস ভাড়া নিয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত অফিস ভাড়া বাবদ ৭ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় হয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএল’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “সাবেক এমডির কারণে আমরা এতদিন ডিয়াবাড়ির অফিসে যেতে পারিনি। তার ব্যক্তিগত সুবিধার জন্য ভাড়া পরিশোধ করতে হয়েছে।”

অন্যদিকে, সাবেক এমডি এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডিএমটিসিএল’র অকারিগরি জনবল কম থাকায় বিভিন্ন লাইনে জনবলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ জন্য কোনো ভাড়ার অপচয় হয়নি।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেছেন, “যদি বিনিয়োগের সদ্ব্যবহার না করে অপচয় হয়, তবে এটি আইন বহির্ভূত কাজ হবে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিকে, ৩৫০ কোটি টাকার দাবিতে সংস্কার করা হবে বলে দাবি করা মেট্রোরেলের স্টেশনগুলোর খরচের পরিমাণ দেড় কোটি টাকায় সম্পন্ন হয়েছে। মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন যথাক্রমে ১ কোটি ২৫ লাখ ও সাড়ে ২০ লাখ টাকায় চালু করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ ও টাকার অপচয় চিহ্নিত করার প্রয়োজন রয়েছে। এই সমস্ত ঘটনা মেট্রোরেলের ক্ষেত্রে একটি গুরুতর প্রশ্ন তুলে ধরছে যে, কোথায় যাচ্ছে জনগণের অর্থ এবং কেন এই ধরনের অপচয় ঘটছে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ

ডিএমটিসিএল’র সাবেক এমডির বিরুদ্ধে ৭ কোটি টাকা অপচয়ের অভিযোগ

আপডেট সময় ১১:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের বিরুদ্ধে অফিস ভাড়া ও অর্থ অপচয়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ছিদ্দিক দায়িত্বে থাকাকালীন নিজের সুবিধার জন্য বাসার কাছেই অফিস ভাড়া নিয়েছিলেন, যা সাধারণ মানুষের টাকায় অপচয় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারি অফিসার্স কোয়ার্টার গুলফিশানে বাসা থেকে মাত্র ৭০০ মিটার দূরে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে অফিস পরিচালনা করার কারণে ডিএমটিসিএল’র কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ভাড়া হিসেবে গচ্চা দিতে হয়েছে। যদিও উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল’র নিজস্ব অফিস ভবন নির্মাণ করা হয়েছে, তবুও ছিদ্দিক সেখানে অফিস স্থানান্তরিত করেননি।

ডিএমটিসিএল’র কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ছিদ্দিকের কারণে এতদিন অফিস স্থানান্তরিত করা হয়নি এবং অকারণে ভাড়া বাবদ অর্থ খরচ করতে হয়েছে। ২০১৫ সাল থেকে ডিএমটিসিএল বিভিন্ন সময়ে প্রবাসী কল্যাণ ভবনে অফিস ভাড়া নিয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত অফিস ভাড়া বাবদ ৭ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় হয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএল’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “সাবেক এমডির কারণে আমরা এতদিন ডিয়াবাড়ির অফিসে যেতে পারিনি। তার ব্যক্তিগত সুবিধার জন্য ভাড়া পরিশোধ করতে হয়েছে।”

অন্যদিকে, সাবেক এমডি এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডিএমটিসিএল’র অকারিগরি জনবল কম থাকায় বিভিন্ন লাইনে জনবলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ জন্য কোনো ভাড়ার অপচয় হয়নি।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেছেন, “যদি বিনিয়োগের সদ্ব্যবহার না করে অপচয় হয়, তবে এটি আইন বহির্ভূত কাজ হবে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিকে, ৩৫০ কোটি টাকার দাবিতে সংস্কার করা হবে বলে দাবি করা মেট্রোরেলের স্টেশনগুলোর খরচের পরিমাণ দেড় কোটি টাকায় সম্পন্ন হয়েছে। মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন যথাক্রমে ১ কোটি ২৫ লাখ ও সাড়ে ২০ লাখ টাকায় চালু করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ ও টাকার অপচয় চিহ্নিত করার প্রয়োজন রয়েছে। এই সমস্ত ঘটনা মেট্রোরেলের ক্ষেত্রে একটি গুরুতর প্রশ্ন তুলে ধরছে যে, কোথায় যাচ্ছে জনগণের অর্থ এবং কেন এই ধরনের অপচয় ঘটছে।