রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা পরিষদ হল রুমে ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা-২০২৪ অবহিতকরণ বিষয়ক সেমিনার এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম কমিটির সভাপতি/দলনেতার দিনব্যাপী প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একাধিক ব্যাচে এসব কর্মসূচি পালিত হয়।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা-২০২৪ অবহিতকরণ বিষয়ক সেমিনারে এতিমখানার সভাপতি/সেক্রেটারি এবং মাতৃকেন্দ্রের সম্পাদিকাগণ, এছাড়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম কমিটির সভাপতি/দলনেতার দিনব্যাপী প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট প্রায় ১শ’ জন ব্যক্তি পৃথক এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. আবুল হাশেম ও পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম বিষয়কভিত্তিক আলোচনা করেন।
ক্ষুদ্রঋণ কার্যক্রম কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেকেই নিজ নিজ সমস্যা তুলে ধরলে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস মনোযোগ সহকারে তা শুনেন এবং করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন।