জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং বুধবার দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনটি ১০০টিরও বেশি সুপারিশ অন্তর্ভুক্ত করবে।”
তিনি আরও বলেন, “আমরা যে সুপারিশ করছি, সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। যদি কোনো সুপারিশ অসম্ভব হতো, তবে আমরা সেগুলো সুপারিশ করতাম না। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না।”
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি পাবলিক ডকুমেন্ট হিসেবে ঘোষণা করা হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সবাই এটি দেখতে পারে।
তিনি আরও বলেন, “প্রতিবেদন জমা দেওয়ার পর সবাই জানুক, এতে কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হবে না।”
এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জনগণের মধ্যে সরকারি কর্মচারীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য একটি বিশাল পরিবর্তন আনতে পারে।