ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিৎ: ড. ইউনূস মুন্নী সাহার ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন ৬৫ পণ্যে বাড়ানো হচ্ছে ভ্যাট নাগরপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোমস্তাপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত ফিলিস্তিনে আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ লালমনিরহাট সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের অবৈধ কাজ বন্ধ ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা নতুন বছরে নতুন বই না পেয়ে হতাশ ময়মনসিংহের লাখ লাখ শিক্ষার্থী শ্রীমঙ্গলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বিপিএলের টিকিট না পেয়ে তুলকালাম

বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর এইচ এম হাসিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, হৃদয়, মিরাজুল মাজেদ তূর্য, হিমেল, রাজিব মোল্লা, আশিক ইসলাম, সাদিয়া, রিয়াদুল ইসলাম প্রমুখ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা যখন আন্দোলনে নেমেছি তখন বিরোধী পক্ষ আমাদের ওপর বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমাদের অনেক শিক্ষার্থী ভাই-বোন আহত হয়েছিল। যারা আক্রমণ করেছিল আমাদের ওপর তাদের নামে মামলা হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের গ্রেপ্তার  করছে না পুলিশ।

আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়া ফ্যাসিবাদের দোসররা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে স্থান না পায় সেজন্য জন্য রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে অনুরোধ করেন তারা।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, উন্নত দেশগুলো উন্নত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে। রাজনীতি যদি ঠিকঠাক মতো না চলে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য না হয়, মানুষের মঙ্গলের জন্য যদি রাজনীতি না হয়, তাহলে সেই রাজনীতি মানুষের কল্যাণ তো আনেই না, বরং উল্টা কাজ করে। মানুষের ক্ষতি করে। ঠিক যেমন শেখ হাসিনা, ১৭ বছর বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। আমাদের কাউকে ভোট দিতে দেয় নাই। মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় জেলে ভরেছে। তোমাদেরও জেলে ভরেছে। 

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলাকে শেষ করে দেওয়া হয়েছে। জেলায় ভয়াবহ মাদকের বিস্তার ঘটেছে। খেলাধুলা এবং কালচারাল অনুষ্ঠান নেই বললেই চলে। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা ছিল সেখানেও রাজনীতি ঢুকেছিল, তাই এমন অবস্থা। রাজবাড়ীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো একদিনে সমাধান করা যাবে না। এই সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

আপডেট সময় ০৯:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর এইচ এম হাসিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, হৃদয়, মিরাজুল মাজেদ তূর্য, হিমেল, রাজিব মোল্লা, আশিক ইসলাম, সাদিয়া, রিয়াদুল ইসলাম প্রমুখ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা যখন আন্দোলনে নেমেছি তখন বিরোধী পক্ষ আমাদের ওপর বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমাদের অনেক শিক্ষার্থী ভাই-বোন আহত হয়েছিল। যারা আক্রমণ করেছিল আমাদের ওপর তাদের নামে মামলা হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের গ্রেপ্তার  করছে না পুলিশ।

আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়া ফ্যাসিবাদের দোসররা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে স্থান না পায় সেজন্য জন্য রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে অনুরোধ করেন তারা।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, উন্নত দেশগুলো উন্নত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে। রাজনীতি যদি ঠিকঠাক মতো না চলে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য না হয়, মানুষের মঙ্গলের জন্য যদি রাজনীতি না হয়, তাহলে সেই রাজনীতি মানুষের কল্যাণ তো আনেই না, বরং উল্টা কাজ করে। মানুষের ক্ষতি করে। ঠিক যেমন শেখ হাসিনা, ১৭ বছর বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। আমাদের কাউকে ভোট দিতে দেয় নাই। মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় জেলে ভরেছে। তোমাদেরও জেলে ভরেছে। 

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলাকে শেষ করে দেওয়া হয়েছে। জেলায় ভয়াবহ মাদকের বিস্তার ঘটেছে। খেলাধুলা এবং কালচারাল অনুষ্ঠান নেই বললেই চলে। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা ছিল সেখানেও রাজনীতি ঢুকেছিল, তাই এমন অবস্থা। রাজবাড়ীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো একদিনে সমাধান করা যাবে না। এই সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।