রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর প্রশাসক এস.এম. আবু দারদা বুধবার (২২ জানুয়ারি) সকালে পাংশা উপজেলা হেড কোয়ার্টার থেকে কলেজ মোড় পর্যন্ত ২ হাজার ১৩০ মিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
জানা যায়, উল্লেখিত সড়কটি খানাখন্দে বেহাল দশা সৃষ্টি হলে জনস্বার্থে পাংশা উপজেলা প্রকৌশল দপ্তর সড়কটির উন্নয়নে তৎপর হয় এবং ২০২৪ সালের শেষের দিকে রাজবাড়ী জেলা এলজিইডি থেকে প্রকল্পটির টেন্ডার হয়। চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার মোল্লা টাওয়ারস্থ জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিঃ প্রকল্পের ঠিকাদার নিযুক্ত হন।
বর্তমানে রাস্তার দু’পাশে ড্রেজার মেশিন দিয়ে গর্ত করে সেখানে বালু ফিলিংয়ের কাজ শেষ পর্যায়ে। কিন্তু রাস্তার এক পাশে থাকা পৌরসভার পানি সরবরাহ লাইন যথাযথ রেখে ড্রেজিং কার্যক্রমে বিঘ্ন ঘটে। ফলে কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এলজিইডির পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমানকে সঙ্গে নিয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর প্রশাসক এস.এম. আবু দারদা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। কর্মকর্তারা যথাযথভাবে দ্রুততার সাথে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার দিক নির্দেশনা প্রদান করেন। প্রকল্প সাইডে থাকা সাবকন্ট্রাক্টর আব্দুল জব্বার কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক নির্মাণ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাবকন্ট্রাক্টর আব্দুল জব্বার বলেন, মূল ঠিকাদারের বাড়ী চুয়াডাঙ্গায়। পাংশার ৭ জন সমন্বয় করে প্রকল্পের কাজ করছেন।
পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান বলেন, জনস্বার্থে রাস্তাটি টেকসইভাবে উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাংশা উপজেলা হেড কোয়ার্টার থেকে কলেজ মোড় পর্যন্ত ২ হাজার ১৩০ মিটার সড়ক উন্নয়ন প্রকল্পের দু’টি ভাগে কাজ হবে। পাংশা উপজেলা হেড কোয়ার্টার থেকে রেলগেট পর্যন্ত ৫শত মিটার এক পাশে ড্রেনেজসহ আরসিসি এবং রেলগেট থেকে কলেজে মোড পর্যন্ত কার্পেটিং দ্বারা উন্নয়ন হবে। রাস্তা ১৮ ফুট চওড়া হবে।