ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ মিরপুরে ‘বসন্ত ঈদ উৎসব ২০২৫’ মেলা, থাকছে দেশি-বিদেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ২০০১ সালের পরে দেশে যা নির্বাচন হয়েছে, তা তামাশার নির্বাচন হয়েছে: এম নাসের রহমান রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি মুক্তাগাছায় পশুর হাটে হামলা, ইজারার লক্ষাধিক টাকা লুট পাবনা পৌরসভার সাপ্লাই পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধ, অতিষ্ঠ শহরবাসী জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যা সামাধান করতে হবে: মাওলানা মুসা বিন ইযহার বগুড়ায় গলায় চাকু ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই নরসিংদীতে অর্ধগলিত লাশ উদ্ধার পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি তুলতে না দিয়ে  চাঁদার দাবির প্রতিবাদে মানববন্ধন লক্ষ্মীপুরে সেমাই উৎপাদনে ক্ষতিকারক রং, ব্যবসায়ীকে জরিমানা লাখ টাকা তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি: দুদক

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সায়মা ওয়াজেদ পুতুলের পরিচালিত ‘সূচনা ফাউন্ডেশন’-এ অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি বলে জানিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, তারা যখন সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় গিয়ে উপস্থিত হন, তখন ওই স্থানে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

এদিকে, গত ২৬ জানুয়ারি দুদকের পক্ষ থেকে জানানো হয়, সায়মা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে কর্মরত আছেন, তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে।

দুদক বলেছে, সায়মা ওয়াজেদ সঠিক তথ্য না দিয়ে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে মনোনয়ন পেয়েছিলেন।

দুদক আরও দাবি করেছে, সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সায়মা ওয়াজেদ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন।

দুদক সূত্রে জানানো হয়, তিনি জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশন থেকে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নেন।

এছাড়া, গত ২৪ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়। এরপর ১২ জানুয়ারি দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার পর মামলা দায়ের করে।

পরে, ১৪ জানুয়ারি একই অভিযোগে দুদক শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও অভিযুক্ত করে পৃথক দুটি মামলা দায়ের করে।

দুদকের অভিযানে খালি থাকার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে এবং এটি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ

Verified by MonsterInsights

পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি: দুদক

আপডেট সময় ০৫:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সায়মা ওয়াজেদ পুতুলের পরিচালিত ‘সূচনা ফাউন্ডেশন’-এ অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি বলে জানিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, তারা যখন সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় গিয়ে উপস্থিত হন, তখন ওই স্থানে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

এদিকে, গত ২৬ জানুয়ারি দুদকের পক্ষ থেকে জানানো হয়, সায়মা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে কর্মরত আছেন, তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে।

দুদক বলেছে, সায়মা ওয়াজেদ সঠিক তথ্য না দিয়ে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে মনোনয়ন পেয়েছিলেন।

দুদক আরও দাবি করেছে, সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সায়মা ওয়াজেদ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন।

দুদক সূত্রে জানানো হয়, তিনি জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশন থেকে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নেন।

এছাড়া, গত ২৪ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়। এরপর ১২ জানুয়ারি দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার পর মামলা দায়ের করে।

পরে, ১৪ জানুয়ারি একই অভিযোগে দুদক শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও অভিযুক্ত করে পৃথক দুটি মামলা দায়ের করে।

দুদকের অভিযানে খালি থাকার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে এবং এটি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।