মৌলভীবাজারে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি (বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে হলরুমে মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি (বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা কমিটির পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জানানো হয়, মৌলভীবাজার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।
এছাড়াও সভায় সাংবাদিকরা বিগত সরকারে আমলে যারা বিভিন্নভাবে চাঁদাবাজি, চোরাচালানি, জমি দখল, সরকারের রাজস্ব বঞ্চিতসহ অন্যান্য দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং টাকার মালিক হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জনগনের সর্বোচ্চ আস্তা ও বিশ্বাসের ভরসাস্থল সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমেদ, সদস্য সচিব দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও ডেইলি সানের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহদ; প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক ইনকিলাব স্টাফ রিপোটার এস এম উমেদ আলী, বাংলাভিশন ও দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি বকশি মিছবাউর রহমান, দৈনিক ইত্তেফাক ও নিই নেশনের জেলা প্রতিনিীধ নজরুর ইসলাম মুহিব, ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোটার ও দিপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, সিনিয়র সাংবাদিক দৈনিক নব চেতনা জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যায় যায় দিন জেলা প্রতিনিধি,আব্দুল ওয়াদুদ, দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি, মো. সাইফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি জুবায়ের আহমদ, দৈনিক আজকের কাগজ জেলা প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মামুন তরফদার প্রমুখ।
এ সময় মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি (বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সাংবাদিকরা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।