ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ: বিআইজিডির জরিপ মৌলভীবাজারে সাইবার ক্রাইম তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমলগঞ্জ-শ্রীমঙ্গলে পর্যটন শিল্প বিকাশে মতবিনিময় রাহাত ফতেহ আলীর চ্যারিটি কনসার্টের জন্য ভাড়া মওকুফ করলো সেনাবাহিনী গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত, নিহতের সংখ্যা ৪৪,৮০০ ছাড়াল দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট: এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি প্রখ্যাত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, ছাত্রসংগঠনে  মতবিরোধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার ছাড়ালো ভারত-পাকিস্তানের কিছু সমস্যায় সক্রিয় হচ্ছে না সার্ক: ড. ইউনূস

মনূ নদে অবৈধ বালু উত্তোলনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের মনূ নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু উত্তোলন সামগ্রীর ড্রেজার মেশিন জব্ধ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজ সংলগ্ন ইসলামপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবর পান সংশ্লিষ্টরা।

খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় তহসিলদার বাঁধা দিলে তারা তা কর্ণপান না করে বালু উত্তোলন করতে থাকে। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইসলামপুরে দু’টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমনটি দেখতে পান। তাৎক্ষনিক বালু উত্তোলনে জড়িত থাকা মো. রকি হোসেন নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন জব্ধ করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মনূ নদে বৈধপথে যারা বালু উত্তোলন করে আসছেন তারা শর্তে দেওয়া সীমানা লঙ্ঘন করে অন্য জায়গা থেকে দেদারছে বালু উত্তোলন করে আসছেন। এসব আইন ও শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ইজারা বাতিলের জোর দাবী জানান তারা।

মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের সুমারাই ঘাটে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাশ।

সরেজমিনে গেলে তারা দেখতে পান মনূ নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে লম্বা পাইপ লাগিয়ে গ্রামের একটি বাড়িতে বালুৃ উত্তোলন করা হচ্ছে। এ সময় বালু বিক্রেতা ও ক্রেতাদের বালু উত্তোলন ও ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তারা আর দেখাতে না পারায় অবৈধভাবে বালু উত্তোলনকারী রাজু মিয়াকে ১ লাখ টাকা ও বালু ক্রয়কারী রায়হান আহমদকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্ধ করে একজনের জিম্মায় রাখা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার জানান, বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন নিলামে বিক্রি করা হবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ: বিআইজিডির জরিপ

মনূ নদে অবৈধ বালু উত্তোলনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারের মনূ নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু উত্তোলন সামগ্রীর ড্রেজার মেশিন জব্ধ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজ সংলগ্ন ইসলামপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবর পান সংশ্লিষ্টরা।

খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় তহসিলদার বাঁধা দিলে তারা তা কর্ণপান না করে বালু উত্তোলন করতে থাকে। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইসলামপুরে দু’টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমনটি দেখতে পান। তাৎক্ষনিক বালু উত্তোলনে জড়িত থাকা মো. রকি হোসেন নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন জব্ধ করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মনূ নদে বৈধপথে যারা বালু উত্তোলন করে আসছেন তারা শর্তে দেওয়া সীমানা লঙ্ঘন করে অন্য জায়গা থেকে দেদারছে বালু উত্তোলন করে আসছেন। এসব আইন ও শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ইজারা বাতিলের জোর দাবী জানান তারা।

মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের সুমারাই ঘাটে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাশ।

সরেজমিনে গেলে তারা দেখতে পান মনূ নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে লম্বা পাইপ লাগিয়ে গ্রামের একটি বাড়িতে বালুৃ উত্তোলন করা হচ্ছে। এ সময় বালু বিক্রেতা ও ক্রেতাদের বালু উত্তোলন ও ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তারা আর দেখাতে না পারায় অবৈধভাবে বালু উত্তোলনকারী রাজু মিয়াকে ১ লাখ টাকা ও বালু ক্রয়কারী রায়হান আহমদকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্ধ করে একজনের জিম্মায় রাখা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার জানান, বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন নিলামে বিক্রি করা হবে।