ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কমলগঞ্জে ২০ দরিদ্র অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোর আইটি পার্ক বিনিয়োগকারীদের ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা মিতা রাণীর পরলোকগমন: সাংবাদিক নেতাদের শোক ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেফতার  মামলা করলেন সারজিস নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে মৌলভীবাজারে দেড় কোটি টাকার সিগারেট পোড়ালো বিজিবি “মেয়েদের মন, ব্রেক আপ” নামক পিঠার স্বাদ পাওয়া যাচ্ছে গুরুদয়াল কলেজে ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

সড়কের পাশে রাখা এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৩

এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ নারী

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে রেখে এলপি গ্যাসের ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে ৩ নারী দগ্ধসহ ৪জন আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারের উত্তর পাশে দেওয়ানি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া ও শামসুল হকের স্ত্রী হালিমা এবং এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা। এসময় মিফতাহ উদ্দিন নামে এক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আক্রাম হোসেন জানান, রাজাবাড়ি বাজারের উত্তর পাশের ওই স্থানে মোহাম্মদ আলীর পতিত জায়গায় রনি মিয়া নামের এক ব্যবসায়ীর একটি এলপি গ্যাসের ট্যাংকার রাখা ছিল। ওই গাড়ি লিকেজ হয়ে ট্যাংকার থেকে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি কোম্পানির লোকদের বললেও তারা ব্যাবস্থা নেয়নি। সোমবার সকালের দিকে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাড়িতে গিয়ে আঁচড়ে পড়ে। এসময় সেখানে থাকা ৩ নারী আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা আহত পথচারী মিফতাহ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় আলা উদ্দিন ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, রনি মিয়া নামের এক ব্যবসায়ী ওই জায়গায় মাঝে মধ্যেই গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি রাখে। এরপর সেখানে গ্যাসের সিলিন্ডারের কভার খুলে মডিফাইড করে থাকেন। বিষয়টি রহস্যজনক হলেও কেউ আগ্রহ করে জানার চেষ্টা করেনি।

এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: রুচি বলেন, দগ্ধ অবস্থায় ৩জন মহিলাকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ২ জনকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি করানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সড়কের পাশে রাখা এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৩

আপডেট সময় ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে রেখে এলপি গ্যাসের ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে ৩ নারী দগ্ধসহ ৪জন আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারের উত্তর পাশে দেওয়ানি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া ও শামসুল হকের স্ত্রী হালিমা এবং এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা। এসময় মিফতাহ উদ্দিন নামে এক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আক্রাম হোসেন জানান, রাজাবাড়ি বাজারের উত্তর পাশের ওই স্থানে মোহাম্মদ আলীর পতিত জায়গায় রনি মিয়া নামের এক ব্যবসায়ীর একটি এলপি গ্যাসের ট্যাংকার রাখা ছিল। ওই গাড়ি লিকেজ হয়ে ট্যাংকার থেকে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি কোম্পানির লোকদের বললেও তারা ব্যাবস্থা নেয়নি। সোমবার সকালের দিকে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাড়িতে গিয়ে আঁচড়ে পড়ে। এসময় সেখানে থাকা ৩ নারী আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা আহত পথচারী মিফতাহ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় আলা উদ্দিন ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, রনি মিয়া নামের এক ব্যবসায়ী ওই জায়গায় মাঝে মধ্যেই গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি রাখে। এরপর সেখানে গ্যাসের সিলিন্ডারের কভার খুলে মডিফাইড করে থাকেন। বিষয়টি রহস্যজনক হলেও কেউ আগ্রহ করে জানার চেষ্টা করেনি।

এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: রুচি বলেন, দগ্ধ অবস্থায় ৩জন মহিলাকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ২ জনকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি করানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।