বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) এর সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আসিফ এস. মিজান।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দু’জনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উক্ত সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ কুশল বিনিময় করেন এবং দেশ-বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে, সোমালিয়া ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকার শেষে, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আসিফ এস. মিজান ও তাঁর সঙ্গীদের আপ্যায়ন করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিদেশের বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর। তিনি গত ২২ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সাথে ডিএসইউ’র উপাচার্য প্রফেসর ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- ১২২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ