ঢাকার মহানগর হাকিম আদালত বুধবার (২৯ জানুয়ারি) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।
মোহাম্মদপুর থানার ভ্যানচালক ইনছান আলী হত্যাচেষ্টা মামলায় আনিসুল হককে তিন দিনের এবং বাড্ডা থানার সুমন শিকদার হত্যামামলায় আতিকুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
আদালত শুনানি শেষে পুলিশ সদস্যদের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আসামিপক্ষ তাদের আইনজীবী মারফত জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। এ সময় কিছু আসামি এলোপাতাড়ি গুলি চালালে ইনছান আলী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ভুক্তভোগীর মা ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
এছাড়া, সুমন শিকদার হত্যামামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ১৯ জুলাই বাড্ডা ফুজি টাওয়ারের কাছে প্রগতি সরণি এলাকায় এলোপাতাড়ি গুলিতে সুমন শিকদার নিহত হন। তার মা মাসুমা বাদী হয়ে হত্যামামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭৯ জনকে আসামি করা হয়।