ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ আহসানকে ঘোষণা করা হয়েছে। এছাড়া মূখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনের আত্মপ্রকাশের সময় কমিটি গঠনের বিষয়ে বঞ্চিতদের সঙ্গে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আব্দুল কাদের। তিনি বলেন, ‘ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।’
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে শুভকামনা জানিয়েছেন। তবে কমিটিতে পদ নিয়ে হট্টগোল ও মারামারি করে জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর জন্য শুভকামনা। আশা করি ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।’
নতুন সংগঠনটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন:
- আহ্বায়ক: আবু বাকের মজুমদার
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: তৌহিদ মোহাম্মদ সিয়াম
- সদস্য সচিব: জাহিদ আহসান
- সিনিয়র যুগ্ম সদস্য সচিব: রিফাত রশীদ
- মুখ্য সংগঠক: তাহমীদ আল মুদাসসির চৌধুরী
- মুখপাত্র: আশরেফা খাতুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আহ্বায়ক পদে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ, সদস্য সচিব পদে মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল-আমিন, মুখ্য সংগঠক পদে হাসিব আল ইসলাম এবং মুখপাত্র পদে রাফিয়া রেহনুমা হৃদি রয়েছেন।