টাঙ্গাইলের মির্জাপুরে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসেস (এসএসএস) এনজিওর টাকা না দেওয়ার অভিযোগে বিলকিস নামের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকার সময় মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানী গ্রামের হারান সিকদার ওরফে আরিনা এর নাতিন বিলকিস বেগম (৩৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌর সদরের বাওয়ার কুমারজানী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সোসাইটি সোসাল সার্ভিস (এসএসএস) নামে একটি এনজিও থেকে মে মাস ২০২২ সালে ৪ লক্ষ টাকা ঋণ নেন। আর্থিক অনটনের কারণে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি তিনি। সর্বশেষ তার কাছে অনেক টাকা পাওনা থাকে ওই এনজিও। ঋণের টাকা খেলাপি হওয়ায় এসএসএস কর্তৃপক্ষ সমিতির সদস্য বিলকিসের নামে টাঙ্গাইল আদালতে মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ভুক্তভোগীর পরিবারের সাথে মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সোসাইটি সোসাল সার্ভিস (এসএসএস) মির্জাপুর উপজেলা শাখার ম্যানেজার মো. হাসান আলী বলেন, ‘বিলকিস আমাদের এনজিও থেকে ৪ লক্ষ টাকা ঋণ নেন। কয়টা কিস্তি দেয়ার পর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপর আর সে দিতে না পারায় আমাদের টাঙ্গাইল হেড অফিস থেকে মামলা দায়ের করা হয়।’
এ ব্যাপারে মির্জাপুর থানার এএসআই নেছার উদ্দিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আসামি বিলকিস বেগমকে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।