ময়মনসিংহে তাফসিরুল কোরআন মাহফিলের অংশ হিসেবে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মাহফিল করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডা. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলে আসার জন্য ভক্ত ও মুসল্লিদের আহ্বান জানিয়েছেন।
তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন কাতলাসেন কাদেরিয়া আলিয়া মাদরাসা প্রাক্তন হেড মুহাদ্দিস হাফেজ মাও. নূরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল।
মাহফিলে প্রধান বক্তা হিসাবে থাকবেন জনপ্রিয় ইসলামি স্কলার ও গবেষক মিজানুর রহমান আজহারী। এদিন তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি জানান, মাহফিলকে সফল করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবেন। এলাকার সব শ্রেণি-পেশার মানুষ এ মাহফিল সফল করতে কাজ করে যাচ্ছেন। মাহফিলে রেকর্ড সংখ্যক লোক জমায়েত করতে ময়মনসিংহের বিভিন্ন ও মহল্লায় পৃথকভাবে সেমিনার করা হচ্ছে।