ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংগঠনটির আত্মপ্রকাশের সময় নির্ধারিত থাকলেও, অভ্যন্তরীণ বিরোধের কারণে তা বিলম্বিত হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।
নতুন কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় এবং উত্তরা ও যাত্রাবাড়ী অঞ্চলের সমন্বয়কদের উপেক্ষা করায় বিরোধ সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধরা “ঢাবিয়ান সিন্ডিকেট মানি না, মানব না” এবং “প্রাইভেট ছাড়া কমিটি মানি না, মানব না” ইত্যাদি স্লোগান দেন।
সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থী আকিবুল হোসেন, সূর্যসেন হলের রিয়াজ উদ্দিন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুহাস আলী মিশু আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ মুর্তজা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
নতুন সংগঠনটির নাম “গণতান্ত্রিক ছাত্র সংসদ” এবং স্লোগান “শিক্ষা, ঐক্য, মুক্তি” নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান মনোনীত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলম। তবে সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে কমিটিতে না রাখায় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপেক্ষা করায় অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক রেজোয়ান হাসান রিফাত বলেন, “আজকে আমাদের কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা হয়েছে। এ কমিটি দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং জেলা-উপজেলার সবার মতামতের ভিত্তিতেই ঠিক করা হয়েছে।”
নতুন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, “কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’টি কমিটিই আলোচনার মাধ্যমে হয়েছে। আমরা বাকি কমিটিগুলো নিয়েও খুব দ্রুতই কাজ করব।”