দীর্ঘ ১৬ বছর পর বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে ফেরার পথে আইনি বাধা দূর হলো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে লিভ টু আপিল গ্রহণ করেছেন।
চ্যানেল ওয়ানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট কাজী আখতার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, এই আদেশের ফলে চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে আসতে সব ধরনের আইনি বাধা দূর হলো। উল্লেখ্য, ২০১০ সালের ২৭ এপ্রিল আওয়ামী লীগ সরকার চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চ্যানেলটির ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিল করে। তখন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, অনুমতি ছাড়া চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে, যা আইনবিরুদ্ধ।
প্রসঙ্গত, চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুনের মালিকানাধীন, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দীর্ঘ কারাভোগের পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন।