এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে এইচএসসি পরীক্ষার নতুন ফলাফলের দাবিতে রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বোর্ডের উদ্দেশ্যে রওনা হন এবং ফটকের তালা ভেঙে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, ভেতরে ঢোকার পর তাদের ওপর হামলা চালানো হয়, এতে কয়েকজন আহত হন। তারা বলেন, ফলাফল বৈষম্যমূলক হওয়ায় সব বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে নতুন ফলাফল প্রকাশ করতে হবে।
তবে বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন এবং বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও হামলা করেছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, ফলাফলে বৈষম্যের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন এবং একপর্যায়ে তারা ভেতরে ঢুকে পড়ে। নথিপত্র রক্ষায় বাধা দিলে ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “ফলাফল প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।”
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন এবং আলোচনার আহ্বান জানিয়েছেন।