মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে একটি স্পিডবোটের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। ১১০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করা লঞ্চটি স্পিডবোটের নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া লঞ্চটির ৯৭ জন যাত্রীকে উদ্ধার করা হলেও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলমান রয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বাই শহরের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে এলিফ্যান্টা কেভে যাওয়ার পথে।
এলিফ্যান্টা কেভ মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এখানে যাওয়ার জন্য লঞ্চ সেবা সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও ব্যবহৃত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে উপস্থিত ছিল বেশ কয়েকটি নৌকা ও একটি বড় আকারের জাহাজ।
এদিকে, লঞ্চডুবির দৃশ্য দেখে ভয়াবহ পরিস্থিতি স্পষ্ট হয়ে ওঠে, যেখানে ডুবে যাওয়া লঞ্চের অধিকাংশ অংশ পানির নিচে চলে যায়। কিছু যাত্রী লাইফ জ্যাকেট পরিধান করে পানির ওপর ভাসছিলেন। বাকি যাত্রীদের উদ্ধারে কাজ চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও উদ্ধারকারী বাহিনী কাজ করছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।