ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

গাজার ইসরায়েলি হামলায় একদিনে ৪০ প্রাণহানি

গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার পর থেকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৮৭৫ জনে। এর পাশাপাশি, এই সময়ের মধ্যে ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই সংখ্যা শুধুমাত্র নিশ্চিত করা হয়েছে, তবে বাস্তবে নিহত এবং আহতের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেক মানুষ ভবনের ধ্বংসাবশেষের তলায় চাপা পড়েছেন। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম এবং জনবল না থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

গত ৭ অক্টোবর হামাসের হাতে ইসরায়েলে অতর্কিত হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এই হামলায় বহু হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। ২০২৩ সালে হামাসের এই হামলায় ইসরায়েলের ভূখণ্ডে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৪২ জনকে জিম্মি করা হয়েছিল। জিম্মিদের মুক্তি দেয়ার জন্য ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে এবং এই অভিযান এখনও চলছে।

এদিকে, গাজার জনসংখ্যার মধ্যে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

গাজার ইসরায়েলি হামলায় একদিনে ৪০ প্রাণহানি

আপডেট সময় ০৪:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার পর থেকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৮৭৫ জনে। এর পাশাপাশি, এই সময়ের মধ্যে ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই সংখ্যা শুধুমাত্র নিশ্চিত করা হয়েছে, তবে বাস্তবে নিহত এবং আহতের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেক মানুষ ভবনের ধ্বংসাবশেষের তলায় চাপা পড়েছেন। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম এবং জনবল না থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

গত ৭ অক্টোবর হামাসের হাতে ইসরায়েলে অতর্কিত হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এই হামলায় বহু হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। ২০২৩ সালে হামাসের এই হামলায় ইসরায়েলের ভূখণ্ডে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৪২ জনকে জিম্মি করা হয়েছিল। জিম্মিদের মুক্তি দেয়ার জন্য ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে এবং এই অভিযান এখনও চলছে।

এদিকে, গাজার জনসংখ্যার মধ্যে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানানো হচ্ছে।