মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ, তাদের তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাসের বিরুদ্ধে অভিযোগের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মানহানি মামলা মীমাংসা করেছে। এই মামলার কারণে ট্রাম্পকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এবিসি নিউজ।
গত মার্চে, এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে জর্জ স্টেফানোপোলাস ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলে মন্তব্য করেছিলেন, যা ট্রাম্পের পক্ষ থেকে মানহানির অভিযোগ আনা হয়। ১০ মার্চের সাক্ষাৎকারে, স্টেফানোপোলাস বারবার ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছিলেন। যদিও আদালত বলেছে যে, নিউ ইয়র্ক আইনে যৌন নির্যাতন এবং ধর্ষণের সংজ্ঞা আলাদা এবং ট্রাম্প ধর্ষণের জন্য দায়ী নন, তবে তার বিরুদ্ধে যৌন হয়রানির জন্য দায়ী বলে রায় দেয়া হয়েছিল।
এবিসি নিউজ এবং স্টেফানোপোলাস তাদের ভুল স্বীকার করে একটি “প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়াম” প্রতিষ্ঠার জন্য ১৫ মিলিয়ন ডলার দান করার বিষয়ে একমত হয়েছে। এই ফাউন্ডেশন ট্রাম্প বা তার পক্ষ থেকে প্রতিষ্ঠিত হবে, যেমনটি পূর্বে অন্যান্য মার্কিন প্রেসিডেন্টরা করেছেন। এছাড়া, ট্রাম্পের আইনগত খরচের জন্য আরো ১ মিলিয়ন ডলার দেওয়া হবে।
এবিসি নিউজ এই মীমাংসা শর্তে তাদের ওয়েবসাইটে একটি এডিটরের নোটও প্রকাশ করবে, যাতে বলা হবে, “এবিসি নিউজ এবং জর্জ স্টেফানোপোলাস প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সম্পর্কে ১০ মার্চ ২০২৪ এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে জর্জ স্টেফানোপোলাসের সাথে প্রতিনিধি ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের জন্য অনুতপ্ত।”
এছাড়া, ট্রাম্পের বিরুদ্ধে অন্যান্য গণমাধ্যমে মানহানি মামলা চলমান রয়েছে। ২০২৩ সালে সিএনএন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প, যদিও সেগুলো খারিজ হয়ে যায়।