মশক ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে নিজ হাতে ড্রেনের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পৌর সদরের ‘শৈলী কিন্ডার গার্টেন’ এর সামনের ড্রেন পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ড্রেন ও ময়লা পরিষ্কার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার আহমেদসহ অনেকেই।