ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ-হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা কিশোরগঞ্জে ভুল ইনজেকশনে ২ রোগীর মর্মান্তিক মৃত্যু নাগরপুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউপি সদস্য বেল্লাল বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হাসিনা পুত্র জয়ের ভাঙ্গুড়ায় রেলের পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু  রবগুড়ায় মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই, গ্রেপ্তার ২ কারাগারে আমি বৈষম্যের শিকার: পলক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক মামলায় আনিসুল-দীপু মনিসহ ৯ জন গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গ্রেপ্তার পুনরায় মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ!

আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

মাঘ মাসের প্রথম দিনে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরই ফলস্বরূপ আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া, শেষরাত থেকে সকাল পর্যন্ত রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, আর দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। এই সময়ের মধ্যে দেশের রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দেশের উত্তরাঞ্চলে।

আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে, রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শীতের অনুভূতি কম থাকলেও, উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট এখনো বিদ্যমান রয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ-হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা

আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

আপডেট সময় ০১:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মাঘ মাসের প্রথম দিনে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরই ফলস্বরূপ আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া, শেষরাত থেকে সকাল পর্যন্ত রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, আর দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। এই সময়ের মধ্যে দেশের রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দেশের উত্তরাঞ্চলে।

আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে, রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শীতের অনুভূতি কম থাকলেও, উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট এখনো বিদ্যমান রয়েছে।