পাবনার ভাঙ্গুড়ায় বাড়ি সংলগ্ন রেলের পুকুরে ডুবে রাইসা নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত রাইসা পৌরসভার মধ্য ভদ্রপাড়া মহল্লার জসিম উদ্দিন ও সিমা খাতুন দম্পত্তির দুই সন্তানের ছোট সন্তান।
বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২:০০ টার দিকে পুকুরে ভেসে উঠলে রাইসাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানায়, যে পুকুরে রাইসা ডুবে মারা গিয়েছে তার এক প্রান্তে তার দাদার বাড়ি ও এক প্রান্তে তার বাবার বাড়ি হওয়ায় প্রায়ই বাবার বাড়ি থেকে দাদার বাড়িতে যাতায়াত করত সদ্য হাঁটা শেখা রাইসা। এই হাটাহাটির কোনো এক ফাঁকে পুকুরে ডুবে যায় শিশুটি।
তাৎক্ষণিকভাবে তাকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মৃত্যুতে প্রতিবেশী ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।