বগুড়া সারিয়াকান্দিতে গলায় ফাঁস লেগে ফাহিমা আক্তার (১০) নামে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাহিমা দুর্ঘটনার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।
ফাহিমা দেবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। সে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
ফাহিমার পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টার দিকে ফাহিমা রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে গিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়ে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু
- বগুড়া প্রতিনিধি
- আপডেট সময় ০৩:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- ৫৭৩ বার পড়া হয়েছে