ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কমলগঞ্জে ২০ দরিদ্র অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোর আইটি পার্ক বিনিয়োগকারীদের ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা মিতা রাণীর পরলোকগমন: সাংবাদিক নেতাদের শোক ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেফতার  মামলা করলেন সারজিস নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে মৌলভীবাজারে দেড় কোটি টাকার সিগারেট পোড়ালো বিজিবি “মেয়েদের মন, ব্রেক আপ” নামক পিঠার স্বাদ পাওয়া যাচ্ছে গুরুদয়াল কলেজে ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত, নিহতের সংখ্যা ৪৪,৮০০ ছাড়াল

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলায় নিহতের সংখ্যা ৪৪,৮০০ জন ছাড়িয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানিয়েছে, গাজা সিটির আল-জালা সড়কে একটি আবাসিক ভবনে বিমান হামলায় নারী ও শিশুসহ সাতজন নিহত হন। অপরদিকে, গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের পাশের একটি বাড়িতে বোমা হামলায় আরও ১৫ জন নিহত হন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ত্রাণ বিতরণকারী লোকজনের ওপর চালানো আরেকটি বোমা হামলায় ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

চিকিৎসা কর্মীরা জানান, রাফায় চালানো আরও এক হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। রাফা ও খান ইউনিস শহরে হামাসের নিয়ন্ত্রণে থাকা ত্রাণ বিতরণ কর্মীদের ওপর পৃথক হামলায় আরও আহতের সংখ্যা বাড়তে পারে।

ফিলিস্তিনে অবস্থা ভয়াবহ এবং গাজার বাসিন্দাদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাকগুলোর নিরাপত্তায় নিয়োজিত লোকদের ওপরও হামলা অব্যাহত রয়েছে। সশস্ত্র অপরাধী দলগুলো গাজা ছিটমহলে প্রবেশের পর ত্রাণ ট্রাকগুলো ছিনতাই করছে, তবে হামাস এ বিষয়ে তাদের নিজস্ব টাস্ক ফোর্স গঠন করেছে। গত কয়েক মাসে হামাসের বাহিনী অপরাধী দলগুলোর ২০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ত্রাণ সরবরাহের নিরাপত্তা রক্ষা করতে নিয়োজিত অন্তত ৭০০ পুলিশ ইসরায়েলি সামরিক হামলায় নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত, নিহতের সংখ্যা ৪৪,৮০০ ছাড়াল

আপডেট সময় ১১:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলায় নিহতের সংখ্যা ৪৪,৮০০ জন ছাড়িয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানিয়েছে, গাজা সিটির আল-জালা সড়কে একটি আবাসিক ভবনে বিমান হামলায় নারী ও শিশুসহ সাতজন নিহত হন। অপরদিকে, গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের পাশের একটি বাড়িতে বোমা হামলায় আরও ১৫ জন নিহত হন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ত্রাণ বিতরণকারী লোকজনের ওপর চালানো আরেকটি বোমা হামলায় ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

চিকিৎসা কর্মীরা জানান, রাফায় চালানো আরও এক হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। রাফা ও খান ইউনিস শহরে হামাসের নিয়ন্ত্রণে থাকা ত্রাণ বিতরণ কর্মীদের ওপর পৃথক হামলায় আরও আহতের সংখ্যা বাড়তে পারে।

ফিলিস্তিনে অবস্থা ভয়াবহ এবং গাজার বাসিন্দাদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাকগুলোর নিরাপত্তায় নিয়োজিত লোকদের ওপরও হামলা অব্যাহত রয়েছে। সশস্ত্র অপরাধী দলগুলো গাজা ছিটমহলে প্রবেশের পর ত্রাণ ট্রাকগুলো ছিনতাই করছে, তবে হামাস এ বিষয়ে তাদের নিজস্ব টাস্ক ফোর্স গঠন করেছে। গত কয়েক মাসে হামাসের বাহিনী অপরাধী দলগুলোর ২০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ত্রাণ সরবরাহের নিরাপত্তা রক্ষা করতে নিয়োজিত অন্তত ৭০০ পুলিশ ইসরায়েলি সামরিক হামলায় নিহত হয়েছেন।