বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে পারলে অসচ্ছল প্রতিটি পরিবারের জন্য পারিবারিক কার্ড চালু করবে। যে কার্ডে প্রতিটি পরিবার চাল, ডাল, সয়াবিন তেল, চিনিসহ ১২টি নিত্য প্রয়োজনীয় পণ্য ভোগ করার সুযোগ পাবেন। বেগম খালেদা জিয়া অসচ্ছল এবং বিধবা নারীদের স্বাবলম্বী করতে বিধবা ভাতা চালু করেছিলেন। উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে মেয়েদেরকে মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার সুযোগ করে দেয়া হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান নিউজ বিডির সম্পাদক ও সজাগ যশোরে নির্বাহী সদস্য আল মামুন শাওন।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইউনিটি ক্লাবের উপদেষ্টা একে শরফুদ্দৌলা ছোটলু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যশোর জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম রাজা দুলু, বিএনপি নেতা কাজী আজম, ইউনিটি ক্লাবের সভাপতি নুরুল হক, স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ ছাত্রদল, যুবদল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সমাজে যারা অসচ্ছল আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশে বর্তমানে নির্বাচিত কোনো গণতান্ত্রিক সরকার নেই। আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে অসচ্ছল পরিবারের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।