কলেজের সাবেক অধ্যাপক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক।
এইচএসটিটিআই এর উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সায়মা বেগম, আনন্দমোহন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. ফজলুল হক, গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ বিশেষজ্ঞ মাদরাসা শিক্ষক মোহাম্মদ আকবর আলী আহসান, নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান শাকিল হোসেন, ময়মনসিংহ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খায়রুন নাহার স্মৃতি প্রমুখ।
অনুষ্ঠানে আমেরিকায় বসবাসরত রসায়ন বিভাগের সাবেক শিক্ষক রওশন আলম অনলাইনে যুক্ত হয়ে স্মৃতিচারণ করেন। বিদায় অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন কলেজের রসায়ন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।