শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে ফরচুন বরিশাল শেষ ওভারে তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায়।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ফরচুন বরিশাল। তামিম ইকবাল মাত্র ২৯ বলে ৫৪ রান করে দলের দুর্দান্ত শুরু এনে দেন। তবে শরিফুল ইসলামের করা ৯ম ওভারে এক ওভারে দু’টি উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ কিছুটা জমে ওঠে। এরপর ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সের ২৮ বলে ৪৬ রানের কার্যকরী ইনিংসে ফরচুন বরিশাল জয়ের দিকে এগিয়ে যায়।
শেষদিকে দ্রুত উইকেট পড়লেও রিশাদ হোসেনের ঝোড়ো ৬ বলে ১৮ রানের ইনিংস দলের জয় নিশ্চিত করে। ১৯.৩ ওভারে ১৯৫ রান তুলে ৩ উইকেটে বিজয় অর্জন করে ফরচুন বরিশাল। এই জয়ের মাধ্যমে বিপিএলে সর্বোচ্চ রান তাড়া করে শিরোপা জয় করার কৃতিত্ব অর্জন করে তারা।
ফাইনাল ম্যাচে চট্টগ্রাম কিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। খাজা নাফায় এবং পারভেজ ইমনের দুর্দান্ত জুটিতে চট্টগ্রাম শক্ত অবস্থানে ছিল, তবে শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং সত্ত্বেও চট্টগ্রাম শেষ পর্যন্ত বিপিএল ট্রফি হারায়।
ফরচুন বরিশাল শিরোপা জিতলেও ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন শরিফুল ইসলাম, যিনি ৪ উইকেট নেন (৪-০-৩৪-৪)। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের নেতৃত্বে ফরচুন বরিশাল এই জয়ে ইতিহাস রচনা করেছে।