ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার

পাবনার চাটমোহরে অপহরণের চার দিন পর মাদ্রাসা ছাত্র রমজান আলীকে (১৩) উদ্ধার করেছে র‍্যাবের যৌথ অভিযানিক দল।

শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় ভাঙ্গুড়া পৌর শহরের বড়াল ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায় বলে দাবি র‍্যাবের।

রবিবার (৩ নভেম্বর) সকালে পাবনা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৩০ অক্টোবর চাটমোহর উপজেলার চড়াইকোল এলাকার আকমল হোসেনের ছেলে রমজান আলীকে (১৩) আটঘরিয়ার নানির বাসায় যাবার পথে অপহরণ করা হয়। এরপর এদিন রাতে রমজানের মায়ের কাছে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকিও দেন।

এ ঘটনায় পরদিন অপহৃতের মা ময়না খাতুন চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর গত শনিবার (২ নভেম্বর) ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।

পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, অপহৃতকে উদ্ধারে র‍্যাবের পাবনা ও বগুড়ার একটি টিম শুরু থেকেই কাজ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বড়াল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রমজানকে উদ্ধার করা হলেও অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে র‍্যাব কাজ করছে। দ্রুতই গ্রেফতার করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার

আপডেট সময় ১০:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

পাবনার চাটমোহরে অপহরণের চার দিন পর মাদ্রাসা ছাত্র রমজান আলীকে (১৩) উদ্ধার করেছে র‍্যাবের যৌথ অভিযানিক দল।

শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় ভাঙ্গুড়া পৌর শহরের বড়াল ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায় বলে দাবি র‍্যাবের।

রবিবার (৩ নভেম্বর) সকালে পাবনা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৩০ অক্টোবর চাটমোহর উপজেলার চড়াইকোল এলাকার আকমল হোসেনের ছেলে রমজান আলীকে (১৩) আটঘরিয়ার নানির বাসায় যাবার পথে অপহরণ করা হয়। এরপর এদিন রাতে রমজানের মায়ের কাছে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকিও দেন।

এ ঘটনায় পরদিন অপহৃতের মা ময়না খাতুন চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর গত শনিবার (২ নভেম্বর) ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।

পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, অপহৃতকে উদ্ধারে র‍্যাবের পাবনা ও বগুড়ার একটি টিম শুরু থেকেই কাজ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বড়াল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রমজানকে উদ্ধার করা হলেও অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে র‍্যাব কাজ করছে। দ্রুতই গ্রেফতার করা হবে।