ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে: জামায়াত আমির যশোরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সুনামগঞ্জে বিএনপি নেতার নির্মাণাধীন বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান যশোরে জামায়াতের আমীরের সমাবেশ আগামীকাল মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা এবং বিএসএফ কর্তৃক চা শ্রমিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ কমলগঞ্জে শেষ কর্মদিবসে কাঁদালেন জনবান্ধব ইউএনও জয়নাল আবেদীন বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বারি পেঁয়াজ জাতের ৭ লাখ চারা বিতরণ যশোরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসণ পরিষদের মানববন্ধন বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর  পুলিশ থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় বিএনপির ৬৭ জনের বিরুদ্ধে মামলা সচিবালয়ে আগুনের ঘটনায় সারজিস আলমের ফেসবুকে স্ট্যাটাস

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা

সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাব্যতা যাচাই কমিটি গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) সকালে তিতুমীর কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিলি মাস্টার্স ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য গঠিত কমিটিটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানাতে হবে। কমিটি প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে সরজমিনে পরিদর্শন শুরু করতে হবে। ১৫ দিনের মধ্যে কমিটির মাধ্যমে বিস্তারিত রিপোর্ট দেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থীরা জানান, গত ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং মন্ত্রণালয় একটি শক্তিশালী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়। তবে, ৭ দিনের মধ্যে কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো আপডেট না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স ২১-২২ সেশনের শিক্ষার্থী আবদুল হামিদ বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিষয়ে গঠিত কমিটির ঘোষণা না হওয়ায় তারা বাধ্য হয়ে আবার আন্দোলনে নামেন। ৭ দিন অতিবাহিত হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেয়া হয়নি, এ নিয়ে শিক্ষার্থীরা হতাশ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি গঠন ও কার্যক্রম শুরু না হলে তারা পরবর্তী আন্দোলনের ঘোষণা দেবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে: জামায়াত আমির

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাব্যতা যাচাই কমিটি গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) সকালে তিতুমীর কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিলি মাস্টার্স ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য গঠিত কমিটিটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানাতে হবে। কমিটি প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে সরজমিনে পরিদর্শন শুরু করতে হবে। ১৫ দিনের মধ্যে কমিটির মাধ্যমে বিস্তারিত রিপোর্ট দেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থীরা জানান, গত ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং মন্ত্রণালয় একটি শক্তিশালী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়। তবে, ৭ দিনের মধ্যে কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো আপডেট না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স ২১-২২ সেশনের শিক্ষার্থী আবদুল হামিদ বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিষয়ে গঠিত কমিটির ঘোষণা না হওয়ায় তারা বাধ্য হয়ে আবার আন্দোলনে নামেন। ৭ দিন অতিবাহিত হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেয়া হয়নি, এ নিয়ে শিক্ষার্থীরা হতাশ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি গঠন ও কার্যক্রম শুরু না হলে তারা পরবর্তী আন্দোলনের ঘোষণা দেবেন।