তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাব্যতা যাচাই কমিটি গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে তিতুমীর কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিলি মাস্টার্স ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী।
তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য গঠিত কমিটিটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানাতে হবে। কমিটি প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে সরজমিনে পরিদর্শন শুরু করতে হবে। ১৫ দিনের মধ্যে কমিটির মাধ্যমে বিস্তারিত রিপোর্ট দেওয়ার দাবি জানান তিনি।
শিক্ষার্থীরা জানান, গত ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং মন্ত্রণালয় একটি শক্তিশালী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়। তবে, ৭ দিনের মধ্যে কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো আপডেট না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স ২১-২২ সেশনের শিক্ষার্থী আবদুল হামিদ বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিষয়ে গঠিত কমিটির ঘোষণা না হওয়ায় তারা বাধ্য হয়ে আবার আন্দোলনে নামেন। ৭ দিন অতিবাহিত হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেয়া হয়নি, এ নিয়ে শিক্ষার্থীরা হতাশ।
শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি গঠন ও কার্যক্রম শুরু না হলে তারা পরবর্তী আন্দোলনের ঘোষণা দেবেন।