সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কলেজটির ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ডিএমআরসি কলেজের দিকে রওনা দেয়। এরপর, তারা ডিএমআরসি কলেজে হামলা ও ভাঙচুর চালায়। হামলার সময় শিক্ষার্থীরা ‘মোল্লার চামড়া, তুলে নেব আমরা’ স্লোগান দিতে থাকে। এর আগে, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দু’টি গ্রুপ মোল্লা কলেজের দিকে চলে যায়।
এ সংঘর্ষের সূত্রপাত ঘটে গত রোববার (২৪ নভেম্বর) দুপুরে। ওইদিন ঢাকা ও তার আসপাশের ৩০টি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের মূল কারণ ছিল, গত বুধবার ডিএমআরসি কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের মৃত্যু। মৃত্যুর অভিযোগে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে এবং একপর্যায়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা বিক্ষোভকারী ডিএমআরসি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার আরো বিক্ষোভ ও হামলা হয়, যা দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংঘর্ষের জন্ম দেয়। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থী জানান, আজ সকালে তারা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করতে আসলে, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পুনরায় হামলা চালায়। পরে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন।