ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিয়েছে: জেফার সাংবাদিকরা যদি হুমকি বা হয়রানির শিকার হলে আমরা এক হয়ে লড়ব: সারজিস আলম সচিবালয়ে অগ্নিকাণ্ড: জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন কুলাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে মুজাহিদুর নামে আত্মহত্যা কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে: জামায়াত আমির যশোরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সুনামগঞ্জে বিএনপি নেতার নির্মাণাধীন বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান যশোরে জামায়াতের আমীরের সমাবেশ আগামীকাল

সচিবালয়ে আগুনের ঘটনায় সারজিস আলমের ফেসবুকে স্ট্যাটাস

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় তার ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল।” তার দাবি, যখনই বিপ্লবীরা সরকারের অপকর্ম, দুর্নীতি, চুরি ও লুটপাট নিয়ে প্রশ্ন তুলেছে, তখনই এসব ফাইল ধ্বংস করার জন্য সচিবালয়ে থাকা কিছু ব্যক্তিরা নাশকতা সৃষ্টির জন্য আগুন লাগিয়ে দেয়।

সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, “রাষ্ট্রসংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শিকড় উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই।” এর মাধ্যমে তিনি দেশের প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে সরব হন এবং আমলাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া, সারজিস আলম তার স্ট্যাটাসে বিপ্লবী নেতাদের জন্য একটি বার্তাও দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, “নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে।”

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা রাত ৩টা ১৫ মিনিটের দিকে শুরু হয় এবং প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিয়েছে: জেফার

সচিবালয়ে আগুনের ঘটনায় সারজিস আলমের ফেসবুকে স্ট্যাটাস

আপডেট সময় ০২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় তার ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল।” তার দাবি, যখনই বিপ্লবীরা সরকারের অপকর্ম, দুর্নীতি, চুরি ও লুটপাট নিয়ে প্রশ্ন তুলেছে, তখনই এসব ফাইল ধ্বংস করার জন্য সচিবালয়ে থাকা কিছু ব্যক্তিরা নাশকতা সৃষ্টির জন্য আগুন লাগিয়ে দেয়।

সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, “রাষ্ট্রসংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শিকড় উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই।” এর মাধ্যমে তিনি দেশের প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে সরব হন এবং আমলাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া, সারজিস আলম তার স্ট্যাটাসে বিপ্লবী নেতাদের জন্য একটি বার্তাও দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, “নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে।”

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা রাত ৩টা ১৫ মিনিটের দিকে শুরু হয় এবং প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।