ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বিপিএল ২০২৪ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন: মিরপুরে জমকালো মিউজিক ফেস্ট বকশিগঞ্জে নবাগত ইউএনওকে বরণ ও সাবেক ইউএনওকে বিদায় সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে কমলগঞ্জ-শ্রীমঙ্গল, বেড়েছে পর্যটক ঝালকাঠিতে ফুয়াদ হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে কিশোরগঞ্জে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে কম হবে না বরং বেশি হবে: টি বোর্ডের চেয়ারম্যান ময়মনসিংহে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিপুল সংখ্যক মাদক উদ্ধার ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে বাইক্কা বিলে অতিথি পাখির কলতানে মুখর মৌলভীবাজারের অবৈধভাবে আগর কাঠ পাচারের সময় ট্রাক জব্দ বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ

দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৫০৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্বের পর ভারত ও পাকিস্তানের সম্মতিতে এ সূচি নির্ধারিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচটি ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি, ২০২৫ এ দুবাইয়ে বাংলাদেশের এই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে, যেখানে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ পাকিস্তান-ভারত ম্যাচ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করা হয়েছে, যা পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর আগে শ্রীলঙ্কার কলম্বোও এই ভেন্যুর তালিকায় ছিল, তবে শেষ পর্যন্ত দুবাই চূড়ান্ত হয়েছে।

পিসিবির মুখপাত্র আমির মীর জানান, চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর জন্য আমিরাতের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে পিসিবি। তিনি আরও জানান, আগামী বছরের চারটি আইসিসি টুর্নামেন্টের মধ্যে পাকিস্তান ও ভারত নিজেদের দেশে হোস্ট করবে না এবং ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৮টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে থাকবে পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি ১৯ ফেব্রুয়ারি করাচিতে হবে। পাকিস্তান ও ভারতের ম্যাচ হবে দুবাইয়ে, আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। গ্রুপ ‘বি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দুটি হবে ৪ ও ৫ মার্চ, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ, যার রিজার্ভ ডে থাকবে। ফাইনাল ম্যাচের স্থানও নির্ভর করবে ভারত ও পাকিস্তান কতটা সফল হয় তার ওপর।

 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএল ২০২৪ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন: মিরপুরে জমকালো মিউজিক ফেস্ট

দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে

আপডেট সময় ০১:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্বের পর ভারত ও পাকিস্তানের সম্মতিতে এ সূচি নির্ধারিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচটি ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি, ২০২৫ এ দুবাইয়ে বাংলাদেশের এই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে, যেখানে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ পাকিস্তান-ভারত ম্যাচ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করা হয়েছে, যা পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর আগে শ্রীলঙ্কার কলম্বোও এই ভেন্যুর তালিকায় ছিল, তবে শেষ পর্যন্ত দুবাই চূড়ান্ত হয়েছে।

পিসিবির মুখপাত্র আমির মীর জানান, চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর জন্য আমিরাতের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে পিসিবি। তিনি আরও জানান, আগামী বছরের চারটি আইসিসি টুর্নামেন্টের মধ্যে পাকিস্তান ও ভারত নিজেদের দেশে হোস্ট করবে না এবং ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৮টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে থাকবে পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি ১৯ ফেব্রুয়ারি করাচিতে হবে। পাকিস্তান ও ভারতের ম্যাচ হবে দুবাইয়ে, আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। গ্রুপ ‘বি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দুটি হবে ৪ ও ৫ মার্চ, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ, যার রিজার্ভ ডে থাকবে। ফাইনাল ম্যাচের স্থানও নির্ভর করবে ভারত ও পাকিস্তান কতটা সফল হয় তার ওপর।