ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
হাসান আরিফের মৃত্যুতে শোক জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার গভীর শোক দেড় মাসে দেশে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ: পরিবেশ মন্ত্রণালয় বড়লেখায় এক মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি, অবশেষে র‍্যাব হাতে গ্রেফতার ঘাতক ছেলে লাউয়াছড়া বন থেকে মূল্যবান সেগুন গাছ চুরি করিমগঞ্জে ২৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত তিন খাতের উন্নয়নে ১১৬ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করলো বিশ্বব্যাংক উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় আওয়ামী লীগ নেতা বোরহান গ্রেফতার হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক; আতঙ্কে স্থানীয়রা

৫৯ হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিকের নাম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এই তদন্ত চালাচ্ছে, যেখানে সিদ্দিকের বিরুদ্ধে ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার অভিযোগ রয়েছে। অভিযোগ করা হচ্ছে, এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল এবং এই বাড়তি টাকার একটি অংশ টিউলিপ ও তার পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।

টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটেনের লেবার মন্ত্রীসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি নিয়ন্ত্রণ করা, কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্রিটিশ রাজনীতিতেও আলোচনার সৃষ্টি করেছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে একটি ব্যাপক তদন্ত শুরু করেছে, যা শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সময়কার দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে করা হচ্ছে। টিউলিপের খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্নীতির অভিযোগের মধ্যে পড়েছেন এবং তদন্তের আওতায় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন।

তবে সিদ্দিকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই অভিযোগগুলো “মিথ্যা” এবং “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”। সূত্রটি দাবি করেছে যে, এসব অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষতি করার জন্য সাজানো হয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের টিউলিপ সিদ্দিকের ওপর আস্থা রয়েছে এবং তিনি এখনো দুর্নীতি বিরোধী পদক্ষেপের দায়িত্ব পালন করবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের মতে, টিউলিপ এই আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলোর সাথে কোনো সম্পর্ক রাখেননি।

বাংলাদেশের বিরোধী নেতা ববি হাজ্জাজের করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে। অভিযোগে দাবী করা হয়েছে যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় অন্তত ১ বিলিয়ন পাউন্ড বাড়ানো হয়েছিল এবং এই বাড়তি টাকার একটি অংশ টিউলিপ ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

এদিকে, আওয়ামী লীগের ব্রিটেন শাখার নেতা সৈয়দ ফারুক এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, “এটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি অভিযোগ।”

জনপ্রিয় সংবাদ

হাসান আরিফের মৃত্যুতে শোক জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

৫৯ হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিকের নাম

আপডেট সময় ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এই তদন্ত চালাচ্ছে, যেখানে সিদ্দিকের বিরুদ্ধে ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার অভিযোগ রয়েছে। অভিযোগ করা হচ্ছে, এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল এবং এই বাড়তি টাকার একটি অংশ টিউলিপ ও তার পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।

টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটেনের লেবার মন্ত্রীসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি নিয়ন্ত্রণ করা, কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্রিটিশ রাজনীতিতেও আলোচনার সৃষ্টি করেছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে একটি ব্যাপক তদন্ত শুরু করেছে, যা শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সময়কার দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে করা হচ্ছে। টিউলিপের খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্নীতির অভিযোগের মধ্যে পড়েছেন এবং তদন্তের আওতায় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন।

তবে সিদ্দিকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই অভিযোগগুলো “মিথ্যা” এবং “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”। সূত্রটি দাবি করেছে যে, এসব অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষতি করার জন্য সাজানো হয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের টিউলিপ সিদ্দিকের ওপর আস্থা রয়েছে এবং তিনি এখনো দুর্নীতি বিরোধী পদক্ষেপের দায়িত্ব পালন করবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের মতে, টিউলিপ এই আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলোর সাথে কোনো সম্পর্ক রাখেননি।

বাংলাদেশের বিরোধী নেতা ববি হাজ্জাজের করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে। অভিযোগে দাবী করা হয়েছে যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় অন্তত ১ বিলিয়ন পাউন্ড বাড়ানো হয়েছিল এবং এই বাড়তি টাকার একটি অংশ টিউলিপ ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

এদিকে, আওয়ামী লীগের ব্রিটেন শাখার নেতা সৈয়দ ফারুক এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, “এটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি অভিযোগ।”