কিশোরগঞ্জে ২৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে করিমগঞ্জ উপজেলা সদর থেকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার কাইয়ুম (২৪) করিমগঞ্জ উপজেলার কান্দাইল কামারাটিয়া গ্রামের মৃত মুর্শিদ মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, করিমগঞ্জ থানা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করার সময় কাইয়ুমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা দিয়ে আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়।