ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
হাসান আরিফের মৃত্যুতে শোক জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার গভীর শোক দেড় মাসে দেশে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ: পরিবেশ মন্ত্রণালয় বড়লেখায় এক মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি, অবশেষে র‍্যাব হাতে গ্রেফতার ঘাতক ছেলে লাউয়াছড়া বন থেকে মূল্যবান সেগুন গাছ চুরি করিমগঞ্জে ২৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত তিন খাতের উন্নয়নে ১১৬ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করলো বিশ্বব্যাংক উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় আওয়ামী লীগ নেতা বোরহান গ্রেফতার হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক; আতঙ্কে স্থানীয়রা

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন।

শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী।

এ বিষয়ে হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ জানান, তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যান। এরপর দ্রুত তাঁকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে আইন পেশায় যোগ দেন। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং, করপোরেট আইন, এবং সাংবিধানিক বিষয়ের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান ছিল।

হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হাসান আরিফের মৃত্যুতে শোক জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

আপডেট সময় ০৬:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন।

শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী।

এ বিষয়ে হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ জানান, তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যান। এরপর দ্রুত তাঁকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে আইন পেশায় যোগ দেন। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং, করপোরেট আইন, এবং সাংবিধানিক বিষয়ের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান ছিল।

হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।