ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ডিমলায় খোলা বাজারে চাল বিক্রয়ের উদ্বোধন সালমানের ভক্ত সবচেয়ে বেশি: কঙ্গনা সিলেটকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল চিটাগং পত্রিকা পড়ার নেশায় আসক্ত ক্ষুদে মুচি আকাশ আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পলিথিন ও প্লাস্টিক বন্ধে সচেতনতামূলক র‍্যালি দুর্নীতির দায়ে বরখাস্ত হলেন পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা আটক রাজাপুরে সাবেক এমপির ভাইয়ের ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঈশ্বরদীর ৩২টি রাজনৈতিক মিথ্যা মামলা নথিভুক্ত না করার অভিযোগ; ষড়যন্ত্র দাবি ভুক্তভোগীদের মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ায় টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের নীলফামারীতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, টাকা না পেয়ে আগুন

মাগুরায় মুরগির খামারে দুর্গন্ধ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩০

গ্রামের বসতবাড়ির পাশে মুরগির খামারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দুই গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর এবং লুট করা হয়েছে দোকানপাটের মালামাল। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহতরা হলেন রিফাত (২০), জিহাদ (১৬), মাহমুদ (৩০), আকিদুল (৩৫), রাসেল (২৫), রনি (২৭), ইমাম (৪০) সহ আরো অনেকে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দা আরমান হোসেন বলেন, জানান, ব্যবসায়ী শামীম দীর্ঘদিন ধরে গ্রামের ভিতর বসতবাড়ির পাশে প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি মুরগির খামার গড়ে তুলেছেন। এতে প্রচন্ড দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে। মুরগির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসী। সামাজিকভাবে বহু গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েও কোনো সমাধান হয়নি।

মুরগি ব্যবসায়ীকে একাধিকবার মৌখিকভাবে গন্ধ নিবারণ করার কথা বললেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। যার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া মোড় এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী শামীম ও তার লোকজন অতর্কিত গ্রামবাসীর উপর হামলা করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

২৫০ শয্যায় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বলেন, দুপুরে সংঘর্ষে আহত ৩০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ আহত রোগীর শরীরে ধারালো অস্ত্রের জখম ও লাঠির আঘাত রয়েছে। তবে তারা আসংখামুক্ত।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন দুপুরে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে ব্যবসায়ী শামীম ও গ্রামবাসীর মধ্যে মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোক আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিমলায় খোলা বাজারে চাল বিক্রয়ের উদ্বোধন

মাগুরায় মুরগির খামারে দুর্গন্ধ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩০

আপডেট সময় ০৮:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

গ্রামের বসতবাড়ির পাশে মুরগির খামারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দুই গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর এবং লুট করা হয়েছে দোকানপাটের মালামাল। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহতরা হলেন রিফাত (২০), জিহাদ (১৬), মাহমুদ (৩০), আকিদুল (৩৫), রাসেল (২৫), রনি (২৭), ইমাম (৪০) সহ আরো অনেকে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দা আরমান হোসেন বলেন, জানান, ব্যবসায়ী শামীম দীর্ঘদিন ধরে গ্রামের ভিতর বসতবাড়ির পাশে প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি মুরগির খামার গড়ে তুলেছেন। এতে প্রচন্ড দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে। মুরগির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসী। সামাজিকভাবে বহু গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েও কোনো সমাধান হয়নি।

মুরগি ব্যবসায়ীকে একাধিকবার মৌখিকভাবে গন্ধ নিবারণ করার কথা বললেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। যার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া মোড় এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী শামীম ও তার লোকজন অতর্কিত গ্রামবাসীর উপর হামলা করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

২৫০ শয্যায় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বলেন, দুপুরে সংঘর্ষে আহত ৩০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ আহত রোগীর শরীরে ধারালো অস্ত্রের জখম ও লাঠির আঘাত রয়েছে। তবে তারা আসংখামুক্ত।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন দুপুরে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে ব্যবসায়ী শামীম ও গ্রামবাসীর মধ্যে মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোক আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।