মাগুরায় যৌথ বাহিনীর অভিযান ১০০ রাউন্ড গুলি ও একটি স্নাইপার বাইনোকুলারসহ দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনী এই ঘটনায় জড়িত ৫ জনকে আটক করে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আটকৃতরা হলেন, পারনান্দুয়ালী গ্রামের মন্জু মোল্লার ছেলে মো. মাফুজ (২১), একই গ্রামের রবি মোল্লার ছেলে মো. শাকিল (২০), কামাল হোসেনের ছেলে মো. জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে মো. তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে মো. বাবুল (২১)।
মাগুরা সদর থানা থেকে জানা গেছে, গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতভর সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মাগুরা শহরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালিত করে। এর মধ্যে পারনান্দুয়ালী গ্রামের মুন্সিপাড়া এবং মোল্লাপাড়া থেকে সন্দেহভাজন ৫ জনকে আটকে করে। আটক ব্যাক্তিদের স্বীকারোক্তিতে রাতেই তাদের হেফাজত থেকে গুলি, স্নাইপার বাইনোকুলারসহ দেশীয় রামদা উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধার অভিযান শেষে সন্দেহভাজন ৫ জনকে আটকে করে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যাক্তিরা সাবেক সংসদ সদস্য আ্যাড. সাইফুজ্জামান শিখরের একান্ত অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের নিকট থেকে শর্ট গানের ১০০ রাউন্ড গুলি, স্নাইপার বাইনোকুলারসহ ৫ টি স্মার্ট ফোন ও দেশীয় রামদা পাওয়া গেছে।