মিরপুরের কচুক্ষেত এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ ও সেনাবাহিনীর টহলরত দু’টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রমিকরা তাদের বেতন ভাতার দাবিতে রাস্তার ওপর বিক্ষোভ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মিরপুর ১৪ নম্বর কচুক্ষেত সড়কে বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের দুটি টহল গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, পুলিশ সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল। কিন্তু শ্রমিকদের আচমকা হামলার ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
ডিসি মাকসুদুর রহমান বলেন, “শক্তিপ্রয়োগ করতে বাধ্য হয়েছি।” তিনি আরও জানান, শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে এবং পুরো এলাকা এখন পর্যন্ত থমথমে।