ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে অগ্নিসংযোগ, পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে হামলা

ছবি: সংগৃহীত

মিরপুরের কচুক্ষেত এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ ও সেনাবাহিনীর টহলরত দু’টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রমিকরা তাদের বেতন ভাতার দাবিতে রাস্তার ওপর বিক্ষোভ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মিরপুর ১৪ নম্বর কচুক্ষেত সড়কে বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের দুটি টহল গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, পুলিশ সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল। কিন্তু শ্রমিকদের আচমকা হামলার ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

ডিসি মাকসুদুর রহমান বলেন, “শক্তিপ্রয়োগ করতে বাধ্য হয়েছি।” তিনি আরও জানান, শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে এবং পুরো এলাকা এখন পর্যন্ত থমথমে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে অগ্নিসংযোগ, পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে হামলা

আপডেট সময় ০৯:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

মিরপুরের কচুক্ষেত এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ ও সেনাবাহিনীর টহলরত দু’টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রমিকরা তাদের বেতন ভাতার দাবিতে রাস্তার ওপর বিক্ষোভ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মিরপুর ১৪ নম্বর কচুক্ষেত সড়কে বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের দুটি টহল গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, পুলিশ সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল। কিন্তু শ্রমিকদের আচমকা হামলার ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

ডিসি মাকসুদুর রহমান বলেন, “শক্তিপ্রয়োগ করতে বাধ্য হয়েছি।” তিনি আরও জানান, শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে এবং পুরো এলাকা এখন পর্যন্ত থমথমে।