ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

রাজধানীতে হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (২৫ অক্টোবর) সিটিটিসির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, “হিজবুত তাহরীরের দুই সদস্যকে তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা হিজবুত তাহরীরকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও সংগঠনটি দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিল। চলতি মাসের শুরুতে গ্রেপ্তার হওয়া হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম দাবি করেন, সংগঠনটি সরকার পতনের আন্দোলনেও অংশ নিয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকায় মিছিল করে সংগঠনটির সদস্যরা। এরপর চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তাদের কর্মসূচি পালনের খবরও পাওয়া গেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

রাজধানীতে হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (২৫ অক্টোবর) সিটিটিসির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, “হিজবুত তাহরীরের দুই সদস্যকে তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা হিজবুত তাহরীরকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও সংগঠনটি দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিল। চলতি মাসের শুরুতে গ্রেপ্তার হওয়া হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম দাবি করেন, সংগঠনটি সরকার পতনের আন্দোলনেও অংশ নিয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকায় মিছিল করে সংগঠনটির সদস্যরা। এরপর চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তাদের কর্মসূচি পালনের খবরও পাওয়া গেছে।