ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সংখ্যা বেড়ে ১৪৭ জন কুয়েতে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক কারাগার থেকে মা ও ভাই-বোনদের উদ্দেশে চিঠি লিখলেন ব্যারিস্টার সুমন সীমান্তের ওপারে ধোঁয়া, এপারে সতর্ক বিজিবি মহান বিজয় দিবসে হারানো মোবাইল ফিরে পেয়েছেন মির্জা আব্বাস প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: শফিকুল আলম চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষে অর্ধ-শতাধিক আহত মহান বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের সফর বিনিময় ৩১১ উপপরিদর্শকের অব্যাহতির পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তিন শিক্ষার্থীর গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ভিনিসিয়ুস জিতলেন ফিফা দ্য বেস্ট, ব্যালন ডি’অর হারানোর কষ্ট ভুলে আনন্দের নতুন মুকুট

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিজের গায়ে আগুন দেন এক ব্যক্তি

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। এমন একটা ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। সঙ্গে আগুন নেভানোর জন্য পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের চেষ্টা করতে দেখা যায়।

স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের শরীর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেস্টা করছেন। ওই সময় নিজের হাতে আগুন লাগান তিনি। তবে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ জানিয়েছে, হাতে আগুন লাগানোয় তিনি দগ্ধ হয়েছেন। কিন্তু তার জীবন ঝুঁকির মধ্যে নেই। চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিজেরে গায়ে আগুন দিয়ে আত্মহনন করেন এক মার্কিন সেনা। চলতি বছরের শুরুতে অ্যারন বুশনেল নামের এ মার্কিন সেনা দাহ্য তরল পদার্থ ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। তিনি দখলদার ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে একটি ভিডিও ধারণ করেন।

এতে তাকে বলতে শোনা যায়, তিনি মার্কিন বিমানবাহিনীর সেনা হিসেবে ইসরায়েলের গণহত্যার সঙ্গী হবেন না। এরপর নিজের গায়ে আগুন দেন তিনি। দ্রুত সময়ের মধ্যে পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সংখ্যা বেড়ে ১৪৭ জন

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিজের গায়ে আগুন দেন এক ব্যক্তি

আপডেট সময় ০৮:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। এমন একটা ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। সঙ্গে আগুন নেভানোর জন্য পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের চেষ্টা করতে দেখা যায়।

স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের শরীর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেস্টা করছেন। ওই সময় নিজের হাতে আগুন লাগান তিনি। তবে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ জানিয়েছে, হাতে আগুন লাগানোয় তিনি দগ্ধ হয়েছেন। কিন্তু তার জীবন ঝুঁকির মধ্যে নেই। চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিজেরে গায়ে আগুন দিয়ে আত্মহনন করেন এক মার্কিন সেনা। চলতি বছরের শুরুতে অ্যারন বুশনেল নামের এ মার্কিন সেনা দাহ্য তরল পদার্থ ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। তিনি দখলদার ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে একটি ভিডিও ধারণ করেন।

এতে তাকে বলতে শোনা যায়, তিনি মার্কিন বিমানবাহিনীর সেনা হিসেবে ইসরায়েলের গণহত্যার সঙ্গী হবেন না। এরপর নিজের গায়ে আগুন দেন তিনি। দ্রুত সময়ের মধ্যে পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।