ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

গ্রিন ইউনিভার্সিটিতে ডিএসইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ এস. মিজানের একক সেমিনার অনুষ্ঠিত

গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে “বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ” বিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে। উক্ত আয়োজনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আয়োজিত এ সেমিনারের সঞ্চালনা করেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. আহমেদ আল মনসুর। অনুষ্ঠানে মুখ্য বক্তা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ লাভের ক্ষেত্রে কার্যকরী নানা দিকনির্দেশনা দেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্যে তাদেরকে দেশে-বিদেশে উজ্জ্বল ক্যারিয়ার গঠনে উজ্জীবিত করেন।

পরবর্তীতে, গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শরীফ উদ্দীনের সাথে আলাপচারিতায় এই গুণী অধ্যাপক গ্রিন বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘমেয়াদি সমঝোতা স্মারক সাক্ষরের ব্যাপারে আগ্রহ দেখান।

এছাড়া, যৌথ গবেষণা ও আফ্রিকান শিক্ষার্থীদের গ্রিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনার ব্যাপারে আশাব্যঞ্জক মতবাদ ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. সাইফুল আজাদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. তারেক আজিজ, সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর পরিচালক ড. সিরাজম মুনীরা, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারপারসন ড. মো. অলিউর রহমান।

সেমিনার শেষে বেলা ২টায় সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ল্যাব প্রাঙ্গণে জেএমসি বিভাগীয় প্রধান ড. মো. অলিউর রহমানের সভাপতিত্বে এক বিশেষ মত নিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় উপচার্য প্রফেসর ড. শেখ আসিফ স. মিজান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. শাহ্ মো. নিসতার জাহান কবির, লেকচারার ও ক্লাব মডারেটর মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া এবং মিডিয়া ল্যাব কো-র্ডিনেটর কাজি মাহাদি মুনতাসির।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপচার্য শেখ আসিফ বলেন, ‘বিশ্বায়নের যুগে সাংবাদিকতা এখন আর শুধু দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রয়োগ এবং ব্যাপ্তি দু’টোই ব্যাপক। বিশেষ করে সোমালিয়ার মতো সংঘাতপূর্ণ দেশে এর ভূমিকা আরো বেশি। গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাথে দারুস সালাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে দুই দেশের মুক্ত সাংবাদিকতা শিক্ষা এবং চর্চায় কাজ করে যাবে।’

সভার বিশেষ অতিথি নিসতার জাহান তাঁর বক্তব্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন চুক্তি ও কর্ম সম্পাদনার বিষয়ে বিভিন্ন সম্ভাবনা আলোচনা করেন। সমাপণী বক্তব্যে বিভাগীয় প্রধান ড. মো. অলিউর রহমান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোকপাত করেন।

উল্লেখ্য যে, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিদেশি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

গ্রিন ইউনিভার্সিটিতে ডিএসইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ এস. মিজানের একক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে “বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ” বিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে। উক্ত আয়োজনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আয়োজিত এ সেমিনারের সঞ্চালনা করেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. আহমেদ আল মনসুর। অনুষ্ঠানে মুখ্য বক্তা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ লাভের ক্ষেত্রে কার্যকরী নানা দিকনির্দেশনা দেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্যে তাদেরকে দেশে-বিদেশে উজ্জ্বল ক্যারিয়ার গঠনে উজ্জীবিত করেন।

পরবর্তীতে, গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শরীফ উদ্দীনের সাথে আলাপচারিতায় এই গুণী অধ্যাপক গ্রিন বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘমেয়াদি সমঝোতা স্মারক সাক্ষরের ব্যাপারে আগ্রহ দেখান।

এছাড়া, যৌথ গবেষণা ও আফ্রিকান শিক্ষার্থীদের গ্রিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনার ব্যাপারে আশাব্যঞ্জক মতবাদ ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. সাইফুল আজাদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. তারেক আজিজ, সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর পরিচালক ড. সিরাজম মুনীরা, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারপারসন ড. মো. অলিউর রহমান।

সেমিনার শেষে বেলা ২টায় সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ল্যাব প্রাঙ্গণে জেএমসি বিভাগীয় প্রধান ড. মো. অলিউর রহমানের সভাপতিত্বে এক বিশেষ মত নিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় উপচার্য প্রফেসর ড. শেখ আসিফ স. মিজান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. শাহ্ মো. নিসতার জাহান কবির, লেকচারার ও ক্লাব মডারেটর মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া এবং মিডিয়া ল্যাব কো-র্ডিনেটর কাজি মাহাদি মুনতাসির।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপচার্য শেখ আসিফ বলেন, ‘বিশ্বায়নের যুগে সাংবাদিকতা এখন আর শুধু দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রয়োগ এবং ব্যাপ্তি দু’টোই ব্যাপক। বিশেষ করে সোমালিয়ার মতো সংঘাতপূর্ণ দেশে এর ভূমিকা আরো বেশি। গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাথে দারুস সালাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে দুই দেশের মুক্ত সাংবাদিকতা শিক্ষা এবং চর্চায় কাজ করে যাবে।’

সভার বিশেষ অতিথি নিসতার জাহান তাঁর বক্তব্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন চুক্তি ও কর্ম সম্পাদনার বিষয়ে বিভিন্ন সম্ভাবনা আলোচনা করেন। সমাপণী বক্তব্যে বিভাগীয় প্রধান ড. মো. অলিউর রহমান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোকপাত করেন।

উল্লেখ্য যে, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিদেশি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য।