শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিককে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক রাহেলা আক্তার (২৫) কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যার ঘটনায় আসামী তার স্বামী সোমরাজ আলী সুজন (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব -১।
আজ দুপুরে দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উত্তর মোল্লাদি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সোমরাজ আলী সুজন ময়মনসিংহের তারাকান্দা থানার গালাগাও ইউনিয়নের কানুহারী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় পারিবারিক কলহের জেরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়া বাসায় সুজন তার স্ত্রী রাহেলা আক্তার কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় ভাই জসিম বাদী হয়ে স্বামী সোমরাজ আলী সুজনকে আসামী করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনা আমলে নিয়ে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামী গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব কর্মকর্তা বলেন, গোপন সূত্রে জানতে পারে আসামী সুজন গোপালগঞ্জের মুকসুদপুর থানার উত্তর মোল্লাদি বাজার এলাকায় আত্নগোপনে আছে। উক্ত সংবাদে র্যাব-১ ওই এলাকায় অভিযান চালিয়ে সুজনকে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সোমরাজ আলী সুজন তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।’