ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
রামগঞ্জে প্রতারণা-চাঁদাবাজি-ভূমি দস্যুতা ও শ্লীলতাহানীসহ ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে অধ্যাপিকা নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা বিগত ১৭ বছর অত্যন্ত ভয়াবহ দুঃসময় পার হয়েছে: নার্গিস বেগম কমলগঞ্জে মুণ্ডা, ওঁরাও, খাড়িয়া জনগোষ্ঠীর বাহা উৎসব অনুষ্ঠিত বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির  উদ্দ্যোগে ইফতার মাহফিল পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে পাবনায় মানববন্ধন বরিশাল বিভাগ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড. ইউনূসকে নিয়ে পালিয়ে যাওয়া বাংলাদেশি কূটনীতিকের স্ট্যাটাস বাংলাদেশের সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: জাতিসংঘের মহাসচিব

ইউরোপের বিরুদ্ধে ইউক্রেন সংকট সমাধানে বাধা দেওয়ার অভিযোগ

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন সংকট সমাধানের প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়া। মস্কো দাবি করেছে, ইউরোপের উদ্দেশ্য হলো উত্তেজনা বৃদ্ধি করা ও যুদ্ধ দীর্ঘায়িত করা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আনাদোলু এজেন্সির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেন সংকটের ক্ষেত্রে জার্মানি ও ফ্রান্স ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা স্বীকার করেছে। অন্যদিকে, ২০২২ সালের মার্চে ব্রিটেন ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে নিরুৎসাহিত করেছিল।

রুশ মুখপাত্রের দাবি, ইউরোপীয় দেশগুলো কখনোই ইউক্রেন সংকট সমাধানের জন্য প্রকৃত প্রচেষ্টা চালায়নি। বরং তাদের দৃষ্টিভঙ্গি রুশবিরোধী মনোভাব ও ক্রমবর্ধমান উত্তেজনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি বলেন, “যদি ইউরোপ তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, তাহলে আমরা তা বিবেচনা করব। কিন্তু আপাতত তাদের উন্মত্ত অবস্থানকে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই।”

জাখারোভা আরও অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো সংকটের শান্তিপূর্ণ সমাধান চান না বরং যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে। তিনি বলেন, “তারা ‘শান্তি’ ও ‘সমাধান’ শব্দ দু’টিতেই অস্বস্তি বোধ করে। তাদের লক্ষ্য হলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়ে উত্তেজনা আরও বৃদ্ধি করা।”

এদিকে, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে ইউরোপের ভাবনার বিষয়ে জাখারোভা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যেকোনো বিদেশি সামরিক ইউনিট বা ঘাঁটি মোতায়েন একেবারে অগ্রহণযোগ্য। এটি ইউরোপীয় দেশগুলোকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করবে এবং আমরা আমাদের সমস্ত উপায়ে এর প্রতিক্রিয়া জানাব।” তিনি সতর্ক করেন, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের জন্য বিশ্ব সম্প্রদায়ের ওপর চাপ অব্যাহত রেখেছেন। এই পরিস্থিতিতে ইউরোপের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে রাশিয়া।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে প্রতারণা-চাঁদাবাজি-ভূমি দস্যুতা ও শ্লীলতাহানীসহ ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেপ্তার

Verified by MonsterInsights

ইউরোপের বিরুদ্ধে ইউক্রেন সংকট সমাধানে বাধা দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৩:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন সংকট সমাধানের প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়া। মস্কো দাবি করেছে, ইউরোপের উদ্দেশ্য হলো উত্তেজনা বৃদ্ধি করা ও যুদ্ধ দীর্ঘায়িত করা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আনাদোলু এজেন্সির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেন সংকটের ক্ষেত্রে জার্মানি ও ফ্রান্স ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা স্বীকার করেছে। অন্যদিকে, ২০২২ সালের মার্চে ব্রিটেন ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে নিরুৎসাহিত করেছিল।

রুশ মুখপাত্রের দাবি, ইউরোপীয় দেশগুলো কখনোই ইউক্রেন সংকট সমাধানের জন্য প্রকৃত প্রচেষ্টা চালায়নি। বরং তাদের দৃষ্টিভঙ্গি রুশবিরোধী মনোভাব ও ক্রমবর্ধমান উত্তেজনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি বলেন, “যদি ইউরোপ তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, তাহলে আমরা তা বিবেচনা করব। কিন্তু আপাতত তাদের উন্মত্ত অবস্থানকে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই।”

জাখারোভা আরও অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো সংকটের শান্তিপূর্ণ সমাধান চান না বরং যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে। তিনি বলেন, “তারা ‘শান্তি’ ও ‘সমাধান’ শব্দ দু’টিতেই অস্বস্তি বোধ করে। তাদের লক্ষ্য হলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়ে উত্তেজনা আরও বৃদ্ধি করা।”

এদিকে, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে ইউরোপের ভাবনার বিষয়ে জাখারোভা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যেকোনো বিদেশি সামরিক ইউনিট বা ঘাঁটি মোতায়েন একেবারে অগ্রহণযোগ্য। এটি ইউরোপীয় দেশগুলোকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করবে এবং আমরা আমাদের সমস্ত উপায়ে এর প্রতিক্রিয়া জানাব।” তিনি সতর্ক করেন, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের জন্য বিশ্ব সম্প্রদায়ের ওপর চাপ অব্যাহত রেখেছেন। এই পরিস্থিতিতে ইউরোপের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে রাশিয়া।