ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ফের লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে। তবে এটি কার্যকর হবে ইসরায়েলকে দেওয়া চার দিনের সময়সীমা শেষ হওয়ার পর।
মঙ্গলবার (১২ মার্চ) গোষ্ঠীটি এই ঘোষণা দেয়।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স অ্যাকাউন্টে পোস্ট করা টেলিভিশন ভাষণে বলেন, “গাজার জনগণের জন্য মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল বাধা সরিয়ে না নিলে, তারা ফের জাহাজে হামলা শুরু করবে।”
এর আগে গত ৭ মার্চ হুথিদের নেতা আব্দুল মালিক আল-হুথি ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়সীমা শেষ হলে হুথিরা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে। এতে দুটি জাহাজ ডুবে যায়, একটি জাহাজ আটক করা হয় এবং অন্তত চারজন নাবিক নিহত হন। এই হামলার কারণে বৈশ্বিক বাণিজ্যে ব্যাঘাত ঘটেছে, যার ফলে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান দীর্ঘ এবং ব্যয়বহুল বিকল্প রুট নিতে বাধ্য হয়েছে।