রাজধানী ঢাকায় বরিশাল বিভাগ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মতিঝিলের রিজিক রেষ্টুরেন্টে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি এএনএম বসিরউল্লাহ, সাবেক সচিব মো. মোফাজ্জল হোসেন, দারুসসালাম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, সাবেক অতিরিক্ত সচিব আবদুল হক মিয়া, মেজর অব. জিয়াউল আহসান, এড. ইউনুস আলী আকন্দ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি শওকতউল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল, সহ-সভাপতি শরীফ সরোয়ার আশা প্রমুখ।
বক্তারা রমজানে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।