এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডিপ্লোমা সনদধারী কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্ট রায় দিয়েছেন। আদালত জানিয়েছেন, যারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে ১৩ মার্চ থেকে কেউ যদি আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। গত ফেব্রুয়ারিতে এ বিষয়ে পৃথক দু’টি রিটের শুনানি শেষ হয় এবং আদালত রায়ের জন্য আজ ১২ মার্চ দিন ধার্য করেছিলেন।
হাইকোর্টের রায়ে বলা হয়, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারা অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কোনো ব্যক্তি ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। আইনের ২৯ (১) অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। অপরাধীকে ৩ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
এদিকে, দীর্ঘদিন ধরে এই আইনটি প্রশ্নবিদ্ধ ছিল এবং ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহারের বিষয়ে বৈষম্যমূলক প্রয়োগ নিয়ে এক যুগ আগে করা রিটেরও শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।