মাগুরায় নির্যাতনের শিকার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বুধবার (১২ মার্চ) সকালে শিশুটির দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) মাত্র ৩, যা মস্তিষ্কের মারাত্মক ক্ষতির ইঙ্গিত দেয়।
চিকিৎসকেরা আরও জানান, ঘটনার সময় শিশুটির শ্বাসরোধের চেষ্টা করা হয়, যার ফলে তার মস্তিষ্ক দীর্ঘ সময় অক্সিজেন থেকে বঞ্চিত ছিল। দ্রুত হাসপাতালে নিলে শিশুটির মস্তিষ্কের এতটা ক্ষতি হতো না বলে মনে করেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিকে, হাইকোর্ট ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও ও পরিচয় প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যারা ভিকটিমের পরিচয় প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।